বুধবার, ১৫ জুন, ২০২২
স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে ৪-১ গোলের হার দিয়ে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর ফলে কোন রকম পয়েন্ট ছাড়াই বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশে।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ হেরেছে তুর্কমেনিস্তানের কাছে। তবে সেই ম্যাচে লড়াই করে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। আর প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের কাছে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে।
মঙ্গলবারের ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ১ গোল খাওয়ার পর সমতায় ফিরেছিল বাংলাদেশে। কিন্তু সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে ২-১ এ লিড নেয় মালয়েশিয়া। তবে দ্বিতীয়ার্ধে আরও ২ গোল হজম করে বাংলাদেশ।শেষ ম্যাচে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।
৪-১ এ ম্যাচ হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে বাংলাদেশ।
শাহ ফারুক রহমান
এডিটর,বিডিইয়র্ক, নিউইয়র্ক।