বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বিজয়ী হয়েছেন। তিনি সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কে মাত্র ৩৪৩ ভোটে পরাজিত করেন।
বেসরকারী ফলাফলে দেখা যায়,নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০৩১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধী সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯৯৬৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৩৪৩ ভোট।
এদিকে জয়লাভের পর আরফানুল হক রিফাত বলেন, এ বিজয় আমার নেত্রীর প্রতীক নৌকার বিজয়, আমার নেতাকর্মীদের বিজয়।
অন্যদিকে পরাজিত প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন,আমাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। তিনি এই রায়ের বিরুদ্ধে আইনী লড়াইয়ের ঘোষণা দেন।
মঙ্গলবার সারাদেশে আলোচিত এই সিটি নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। নির্বাচন উপলক্ষে নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।