শুক্রবার, ১৭ জুন, ২০২২
জর্জিয়ার আটলান্টায় গুলিতে নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমেদের মামলায় অভিযুক্ত আসামী মার্কাস বাসকে গ্রেফতার করেছে কোব কাউন্টি পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানায়,ঘটনার পর পরই একজনকে সেই স্টোর থেকে দ্রত বের হয়ে একটি নীল নিশান সেডানে চড়ে চলে যেতে দেখেছেন।
আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমেদ খুন হওয়ার ৪৮ ঘন্টার মধ্য আসামী গ্রেফতার হওয়ায় সেখানকার বাংলাদেশি কমিউনিটির মানুষ স্থানীয় কোব কাউন্টি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য,বুধবার রাতে কাজ শেষে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার সময় সন্ত্রাসীর গুলিতে নিহত হন বাংলাদেশি আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমেদ। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।