শনিবার, ১৮ জুন, ২০২২
বাংলাদেশি প্রার্থীদের কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির পক্ষে আনুষ্ঠানিক সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’র চেয়ারম্যান, কংগ্রেসম্যান গ্রেগরী মিকস। জ্যামাইকার লিটল বাংলাদেশ এভিনিউতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিনের নেতৃত্বে এই প্যানেলের প্রার্থী, বিশেষ করে বাংলাদেশি প্রার্থীদের ভোট দেওয়ার আহবান জানান।
এর আগে শুভেচ্ছা বক্তৃতা করেন এই প্যানেলের প্রধান এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন। তিনি তাঁর প্যানেলের সবাইকে ভোট দিতে বাংলাদেশি কমিউনিটির প্রতি আহবান জানান। কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টি যে সকল বাংলাদেশি প্রার্থীদের সমর্থন জানিয়েছেন তারা হলেন, ডিস্ট্রিক্ট-২৪-বি থেকে ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মাজেদা উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী মোহাম্মদ সাবুল উদ্দিন, আহনাফ আলম, নুশরাত আলম, জেইমি কাজি, মোহাম্মদ রহমান ও স্টেট ওম্যান জামিলা উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন ডিস্ট্রিক্ট লিডার মার্থা টেইলর।
এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম, অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবা উদ্দিন, রিয়েল এষ্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ তুহিন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জুলফিকার হায়দার, রাব্বী সৈয়দ, কাজী হেলাল আহমেদ, আবিদ রহমান, ইয়ুথ ফোরামের মাসুদুর রহমান, শাহ ফারুক রহমান, ইসরাত আলম, পল, ওমেন্স ফোরামের ভাইস প্রেসিডেণ্ট সালেহা আলম প্রমুখ সহ ডেভিড ওয়েপ্রিনের ক্যাম্পেইনের সদস্যরা।
বাদ জুমা আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।