সোমবার, ২০ জুন, ২০২২
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে আগামী এক সপ্তাহ সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির কোন সম্ভাবনা নেই।
এদিকে ঢাকা, রাজশাহী ও রংপুর অঞ্চলে আগামীকাল বৃষ্টিপাত কিছুটা কমতে পারে কিন্তু পরবর্তী দিন অর্থাৎ বুধবার আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বরিশাল এবং চট্টগ্রামে আগামী ৮ থেকে ১০ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্যার্ত মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রী নিজে ওই অঞ্চলগুলো পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং সচিব মো. কামরুল হাসান দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন।
শিবলী জুবায়ের
স্টাফ করেসপন্ডেন্ট, বিডিইয়র্ক, ঢাকা।