বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নিউইয়র্কে বিজয় সমাবেশ করবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা। শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের গুলশান ট্যারেসে আয়োজিত বিজয় সমাবেশের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে।
প্রস্তুতি সভার শুরুতেই অনুষ্ঠানের সার্বিক আয়োজন বিষদভাবে তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক ও উপস্থাপক শামীম আল আলামিন।
এ সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া বলেন, দেশী বিদেশী সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২৪ জুন গর্বের এ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সময়ের সাথে মিলিয়ে আমরা গুলশান টেরেসে বিজয় সমাবেশ করব। কারণ প্রত্যেক বাঙ্গালীর মত আমরাও এ গর্বের অংশীদার।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন ইউএসএ’র নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, এটিএন বাংলা ইউএসএ’র নিউজ এডিটর কানু দত্ত, বিজয় সমাবেশের আহবায়ক হাজী জাফর উল্লাহ,বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, নাজিম উদ্দিন, শাহাবদ্দিন লিটন, শামসুল আলম চৌধুরী, আবুল বাশার ভূঁইয়া,নবী হোসেন, আবু সাঈদ সিদ্দিকী জামি, আমজাদ হোসেন সুমন, আমিন জামালসহ অনেকে।
সবশেষে ছিল নৈশভোজ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।