বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
নিউইয়র্ক স্টেট ডেমোক্রেট প্রাইমারীতে ডিস্ট্রিক্ট-২৪ থেকে জুডিশিয়াল ডেলিগেট পদে চার বাংলাদেশি প্রার্থী জয়ী হয়েছেন। বিজয়ী জুডিশিয়াল ডেলিগেট সদস্যরা হলেন মোহাম্মদ এফ উদ্দিন সেবুল, জেইমি কাজী, মাহতাব খান ও নুশরাত আলম।
জুডিশিয়াল পদে অন্য যারা বিজয়ী হয়েছেন তারা হলেন মার্ক এস উইপ্রিন, মার্থা টেইলর, জন পি আলবার্ট, জনাথন টেইলর,অক্ষর প্যাটেল ও স্টিভ বাহার।
উল্লেখ্য, এই ডিস্ট্রিক্টে নির্বাচিত জুডিশিয়াল ডেলিগেটের সংখ্যা ১০ জন। এর মধ্যে চারজন বাংলাদেশি আমেরিকান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।