বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
নিউইয়র্কে শাহানা হানিফ ও সোমা সাঈদের পর আরও এক বাংলাদেশি আমেরিকান জয়ের রেসে টিকে আছেন। তিনি হলেন ডিস্ট্রিক্ট-২৪ এর পার্ট-বি থেকে ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী, কমিউনিটির পরিচিত মুখ মাজেদা উদ্দিন।
নির্বাচন অফিস জানায়, এই পদে মোট ভোটের শতকরা ৯৯ ভাগ গননা করা হয়। বাকী শতকরা ১ ভাগ আর্লি ভোট বা অ্যাবসেন্টি ভোট। সেই ভোট গননার পর বিজয়ী কে জানা যাবে।
তবে ফলাফল যাই হোক, মাজেদা উদ্দিনের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশি কমিউনিটির সবাই খুবই আনন্দিত। তারা মনে করেন, মুলধারার রাজনীতিতে তিনি যে শ্রম ও সময় দিয়েছেন এটি তারই বহি:প্রকাশ। কমিউনিটির সবাই বিজয় প্রত্যাশা করছেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।