শনিবার, ১৬ জুলাই, ২০২২
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান ছিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। শুক্রবার বিকাল ৫ট ৩০ মিনিটে নবান্ন রেস্টুরেন্টের সামনে জ্যাকসন হাইটস এলাকাবাসী এই দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে এই দুর্ভোগের সময় সাধারণ মানুষ প্রয়াত পল্লী বন্ধু ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদকে স্মরণ করছে। ৮৮ সালের বন্যা মোকাবেলায় তিনি কি করেছিলেন ও বন্যার্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষকে কতটা কাছে টেনে নিয়েছিলেন সেসব আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁরা বলেন, ক্ষমতায় থাকাকালীণ উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে তিনি দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।
পরে মরহুম রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম কাজি কাইয়ুম। দোয়া শেষে উপস্থিত সাধারণ মানুষের হাতে তবারক তুলে দেওয়া হয়। এ সময় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।