শনিবার, ২৩ জুলাই, ২০২২
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, গ্রীসে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। শুধু তাই নয়, এখন থেকে প্রতি বছর চার থেকে পাঁচ হাজার বাংলাদেশি শ্রম শক্তিও নেবে গ্রিস সরকার।
শুক্রবার ঢাকায় “বৈশ্বিক জ্বালানী সংকটের প্রেক্ষিতে আমাদের করণীয়“ শীর্ষক সেমিনারে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধু ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় আবারও শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। দুই সপ্তাহ পর থেকে বাংলাদেশি জনশক্তি নেওয়া শুরু করবে মালয়েশিয়া সরকার। তিনি বলেন, কম্বোডিয়া সফরকালে সেখানকার পতিত জমি লিজ নিয়ে কৃষিকাজ করার প্রস্তাব দিয়েছে সে দেশের প্রধানমন্ত্রী। আমরা বিষয়টি নিয়ে ভাবছি জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী।
জ্বালানী সংকট নিয়ে নিজের বক্তৃতায় এ কে আব্দুল মোমেন বলেন,আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে।
শিবলী জুবায়ের
স্টাফ করেসপন্ডেন্ট, বিডিইয়র্ক, নিউইয়র্ক।