শনিবার, ২৩ জুলাই, ২০২২
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় বেলা ৪টায় নিউইয়র্কের মাউন্ট সিনাই হসপিটালে তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, নিউইয়র্কের মাউন্ট সিনাই হসপিটালে প্রায় ৯ মাস ধরে মরণব্যাধী ক্যান্সারে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য রাজনীতিবিদ ও মহান সংসদের ডেপুটি স্পিকার। স্থানীয় সময় শুক্রবার বেলা ৪ ঘটিকায় চলে যান না ফেরার দেশে। ইন্তেকালের সময় মরহুমের পাশে ছিলেন তাঁর বড় মেয়ে এডভোকেট ফাহিমা রাব্বী রিটা ও সহকারী একান্ত সচিব মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মরহুমের বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা।
ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোকাহত নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি। শনিবার বাদ জোহর নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার ১ম জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে প্রথমে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। এরপর শ্রদ্ধা জানাবেন কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। স্বজনরা জানিয়েছেন, শনিবার রাত এগারটায় মরহুমের মরদেহ নিয়ে দেশে যাবেন স্বজনরা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।