মঙ্গলবার, ০২ আগস্ট, ২০২২
মঙ্গলবার রাতে তাইওয়ানে পৌঁছান যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সী পেলোসি । আর এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরাজ করছে যুদ্ধ যুদ্ধ ভাব।
যাই হোক, তাইওয়ানে পৌঁছেই এক টুইটে পেলোসি বলেন, তাঁর সফর যুক্তরাষ্ট্র -তাইওয়ানের সম্পর্ক আরও মজবুত করবে।
অন্যদিকে ন্যান্সী পেলোসির সফর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। চীনা মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে কোন পদক্ষেপ নিতে পিছপা হবেনা চীন।
তবে এ ঘোষণাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর তাই পররাষ্ট্রমন্ত্রী এ্যান্থনী ব্লিনকেন বলেছেন, আশা করি চীন কোন হঠকারি সিদ্ধান্ত নেবেনা।
তাইওয়ানে যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের স্পিকার যে হোটেলে অবস্থান করছেন, সেখানে বিক্ষোভ করেছে চীনপন্থী তাইওয়ানের জনসাধারণ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।