শনিবার, ০৬ আগস্ট, ২০২২
বঙ্গবন্ধু সেতুর সাইট প্রধান প্রকৌশলী ও নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা বিডিইয়র্ক সম্পাদক শাহ ফারুকের চাচাত ভাই শাহ আব্দুল মঈন অনিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারানোর পর অন্য অজ্ঞাত একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানিয়েছে,মরহুম প্রকৌশলী অনিক এলেঙ্গা থেকে মহাসড়ক দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর অফিসে যাচ্ছিলেন।
প্রকৌশলী শাহ আব্দুল মঈন অনিকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে নরসিংদীর মনোহরদীতে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নরসিংদীর চরনগরদী ও বড়চাপায় দুটি জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।