সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০২২
মিথ্যা প্রচারণা,গুজব ,চরিত্র হননের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল বাংলাদেশের মানুষ খুব বেশি পায়নি। বরং এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের মানুষের সামাজিক জীবনে অশান্তি ও অস্থিরতা তৈরি করেছে বলে মনে করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ।
নিউইয়র্ক সফরকালীণ বিডিইয়র্কের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বেনজীর আহমেদ।
তিনি বলেন, দেশবিরোধী একটি মহল বিদেশে বসে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য তুলে ধরে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে। তিনি এ ধরণের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশী নাগরিকের প্রতি আহবান জানিয়েছেন।
আইজিপি বেনজির আহমেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হওয়ার সময় বোদ্ধারা ভেবেছিলেন, এর মাধ্যমে তৃণমুলের নাগরিক সংবাদ দ্রুত চলে আসবে-যা অনেক বড় বড় প্রতিষ্ঠিত মিডিয়ায় আসার আগেই মানুষ জেনে যাবে। ফলে মানুষ উপকৃত হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই মাধ্যমকে যথেচ্ছা ব্যবহার করা হচ্ছে। এটি দু:খজনক। অন্তত বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের সামাজিক জীবনে অশান্তির সৃষ্টি করছে।এর মাধ্যমে গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চলছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফলটা সেভাবে সাধারণ মানুষ পাচ্ছেনা বলে মনে করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
উল্লেখ্য,জাতিসংঘের তিনদিনের পুলিশ প্রধান সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসেন আইজিপি ড. বেনজীর আহমেদ। সম্মেলনের পাশাপাশি প্রবাসীদের নাগরিক সংববর্ধনাসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন ড. বেনজীর আহমেদ।
সফর শেষে ইতিমধ্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
শাহ ফারুক রহমান
এডিটর,বিডিইয়র্ক, নিউইয়র্ক।