বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক থাকাকালীণ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে নিউইয়র্ক স্টেট বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিউইয়র্ক স্টেট বিএনপির কর্মসূচির কথা বিডিইয়র্ক কে জানানোর সময় এই বিক্ষোভের কথা উল্লেখ করেন নিউইয়র্ক স্টেট বিএনপির নব নির্বাচিত আহবায়ক মোহাম্মদ ওয়ালিউল্লাহ আতিকুর রহমান।
২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণদানকালে তারা সেখানে কাল পতাকা প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলেও বিডিইয়র্ক কে জানিয়েছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ আতিকুর রহমান।
তিনি বলেন, আমরা এই অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে যাবেন সেখানেই বিক্ষোভ দেখাব।
এ সময় মোহাম্মদ ওয়ালিউল্লাহ আতিকুর রহমানের পাশে উপস্থিত ছিলেন অন্যতম যুগ্ম আহবায়ক দেওয়ান কাউছার ও যগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।