রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
অবশেষে আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন। এতে রব-রুহুল পরিষদ ও নয়ন-আলী পরিষদ নামে দুটি পরিষদের ব্যানারে প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করতে যাচ্ছেন।
অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে মোট ২৭ হাজার ভোটার ভোট প্রয়োগ করবেন। গুলশান টোরেস, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন ও ব্রন্কসে অর্থাৎ মোট ৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন।
ইতিমধ্যে গুলশান টোরেসে রব-রুহুল পরিষদ ও কুইন্স প্যালেসে নয়ন-আলী পরিষদ তাদের শেষ নির্বাচনী সমাবেশ শেষ করেছে। উভয় প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
দীর্ঘদিন পর বাংলাদেশ সোসাইটির এই নির্বাচন উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।