মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিআইপি চার্টার্ড ফ্লাইটে তিনি নিউইয়র্কর জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গোতেরেস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আলাদা দুটি সংবর্ধনায় যোগ দেবেন। তাছাড়া বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশি নাগরিকদের গণ-সংবর্ধনায় যোগ দেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত আনন্দ সমাবেশ করেছে। জেএফকেতে এই আনন্দ সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী যতক্ষণ যুক্তরাষ্ট্র আছেন, ততক্ষণ পর্যন্ত আমরা ইস্পাত কঠিন দৃঢতা নিয়ে তাঁর ভ্যানগার্ড হিসাবে থাকব। এ সময় গোটা যুক্তরাষ্ট্র থেকে আসা নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় জেএফকে বিমানবন্দর।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।