শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
আজ নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি দামাল। বিজয়ের মাস ডিসেম্বরের ২ তারিখে এটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্রের আরও ৫৫টি শহরে।
বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বায়োল্কোপ ফিল্মস’র সিইও রাজ হামিদ। তিনি বলেন, ছবির কাহিনী ও নির্মাণ শৈলী ভাল হলে দর্শক ছবি দেখতে হলে আসবেন-পরাণ ও হাওয়া ছবি দেখতে হলগুলোতে দর্শকদের উপচেপরা ভীড় সেটিই প্রমাণ করে।
তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বাংলা ছবির চাহিদা বেড়েছে। বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষি মানুষ বাংলা ছবি দেখছে। রাজ হামিদ একটি জরিপের প্রসঙ্গ টেনে বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীরা সংখ্যায় ৪র্থ স্থানে অবস্থান করছে। তাই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের ছবি প্রদর্শনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা সাতটায় জ্যামাইকার মাল্টিপ্লেক্সে দামাল ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. এম মনিরুল ইসলাম।
এ সময় ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে উপস্থিত ছিলেন চ্যানেল আই যুক্তরাষ্ট্রের সিইও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রতিদিন ইউএস’র নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ সাম্মু,প্রথম আলো উত্তর আমেরিকা‘র সম্পাদক ইব্রাহিম চৌধুরী।
এছাড়া স্পন্সর টেপটেপ সেন্ড’র পক্ষে সবাইকে দামাল ছবিটি দেখার আহবান জানান ডরিন মোহাম্মদ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।