সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হব। সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করা হবে।
রোববার সন্ধ্যায় নিউইয়র্কে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত ৮টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করতে প্রবাসী বিএনপি কর্মীদের সহায়তা চান।
এ সময় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে একজন সফল রাজনীতিবিদ, বড় মাপের শিক্ষাবিদ, গবেষক ও সত্যিকারের তৃণমুলের জনপ্রিয় নেতা হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, এত ব্যস্ততার মাঝেও তিনি সময় বের করে লেখা চালিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে তথ্যবহুল বই উপহার দিচ্ছেন। এটা আমাদের সবার জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়। অনেকেই একসাথে অনেকগুলো কাজ করতে পারেন না। কিন্তু তিনি এটা পারেন। ড. খন্দকার মোশাররফ হোসেনের তথ্যবহুল বইগুলো ভবিষ্যতে আমাদের জন্য দলিল হিসাবে কাজ করবে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ৮টি বইয়ের রচয়িতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে আপনারা আমাকে সম্মানীত করেছেন। যারা বইগুলো দেশ থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তিনি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি তাঁর বক্তৃতায় এ অনুষ্ঠানে স্বতস্ফুর্তভাবে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান। তিনি এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেওয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও ধন্যবাদ জানান। এ সময় তিনি তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একদিকে শিক্ষকতা ও অন্যদিকে বিএনপির মত বড় দলকে সেবা দেওয়া তথা দেশের জন্য বিভিন্ন কাজের বিস্তারিত তুলে ধরেন ড. খন্দকার মোশাররফ। তিনি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক তাঁকে বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক করার কথা মনে করে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি তখন ১৯৯৪ সাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়া ও বিভিন্ন সময়ে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্ব পালনের কথাও স্মরণ করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুধু সুন্দর সময় নয়, প্রতিকূল সময়েও তিনি প্রতিটি ঘটনা তাঁর ডায়েরীতে লিখে রাখেন। পরে সময় বের করে তিনি তা বই আকারে প্রকাশ করেন। তিনি বলেন, আমার বইগুলো যথেষ্ট তথ্যবহুল এবং তা আপনাদের কাজে লাগবে। তিনি বই লেখার গুণটি যেন অটুট থাকে সেজন্য সবার দোয়া প্রার্থণা করেন।
নিউইয়র্কের জুইশ সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং প্রফেসর মনির হোসেন ও কবির হোসেন অভির পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া,জেলা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন,মহিলা দল নেত্রী মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, বিএনপি নেতা মোশাররফ হেসেন সবুজ,আব্দুস সবুর,ফারুক হোসেন মজুমদার, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতেন,স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল এইচ চৌধুরী, যুবদলের যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আহমেদ, যুবদল নেতা সাইফুর খান, আলামিন সবুজ, জহীর মোল্লাসহ অনেকে।
পরে সবার মাঝে রাত্রিকালীণ খাবার পরিবেশন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।