এ সময় সবাইকে স্বাগত জানিয়ে শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, শীতের শেষদিকে ‘ফাগুন ও পিঠা উৎসব’ এ আপনাদের উপস্থিতি এটাই প্রমাণ করে, আমরা প্রবাসে থাকলেও শেকড় ভুলে যাইনি। শো-টাইম মিউজিক বাংলা সংস্কৃতি চর্চা প্রবাসে অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
এরপরই বাবু জামান আর সোনিয়ার উপস্থাপনায় শুরু হয় নাচ, গান আর রম্য আলোচনা।
নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীদের একের পর এক পরিবেশনায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। সেই সঙ্গে চলে পিঠা খাওয়ার ধুম।
নাচ আর গানের ফাঁকে অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ নেওয়াজ,সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান,কাজি সাখাওয়াত হোসেন আজম, রিয়েল এস্টেট বিজনেসম্যান নূরুল আজিম,মোহাম্মদ আজাদ, আহসান হাবিব, মাকসুদুল এইচ চৌধুরী, প্রকৌশলী আকাশ রহমান, হাসান জিলানী,আব্দুর রশিদ বাবুসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, শো-টাইম মিউজিক প্রবাসে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে কাজ করছে, প্রবাসে বাংলাদশকে তুলে ধরছে। আমরা শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলমের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।
বিরতির পর আবারও বাংলা গানে বিমোহিত হন উপস্থিত হন উপস্থিত দর্শক-শ্রোতা। গভীর রাতে ভাঙ্গে এ মিলনমেলা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।