নিউইয়র্কে ইমিগ্রেন্ট এলডার হোম কেয়ারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩
শুক্রবার ইমিগ্রেন্ট এলডার হোম কেয়ারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটসের মুন লাইট রেস্টুরেন্টে। প্রতিষ্ঠানের মার্কেটার ও সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় ইমিগ্রেন্ট এলডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ উপস্থিত সবাইকে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে, মানুষের কল্যাণে-আমার প্রতিষ্ঠানের সবাই কাজ করে যাচ্ছে।
সততা আর মানব সেবার ব্রত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। গিয়াস আহমেদ বলেন, যে কোন অভিযোগ বা গঠনমুলক সমালোচনাকে স্বাগত জানাব এবং তা সমাধানের চেষ্টা করব। কমিউনিটির সবার ভালবাসায় ইমিগ্রেন্ট এলডার হোম কেয়ারকে এগিয়ে নিয়ে যেতে চাই।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইমিগ্রেন্ট এলডার হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট শামসুন্নাহার নিম্মি, জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান কাজিন, ম্যানেজার আফতাব চৌধুরী,আল আমিন, শাহাদাত হোসেন রাজু,মনির হোসেন, জাফর হোসেন ও নাজমুল ভূঁইয়াসহ অনেকে।
ইফতারের আগ মুহুর্তে পবিত্র কোরআন ও সুন্নাহ’র আলোকে বয়ান করেন বাইতুল জান্নাত মসজিদের খতিব মাওলানা আব্দুস সাদেক। তিনি মুসলিম উম্মা তথা বিশ্ব শান্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।
মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবার মাঝে ইফতার ও ডিনার পরিবেশন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।