উপমহাদেশ তথা সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের প্রিয় ঔপন্যাসিক সমরেশ মজুমদার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর কোলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
পারিবারিক সূত্র জানায়, মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি ২৫এপ্রিল এই হাসপাতালে ভর্তি হন। সোমবার সন্ধ্যা পৌণে ছয়টায় তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান না ফেরার দেশে।
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে দুই বাংলার পাঠক সমাজে।
উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ উপন্যাস তাঁর অসাধারণ সৃষ্টি। এইসব উপন্যাস তাঁকে নিয়ে যায় জনপ্রিয়তাঁর শীর্ষে।
৭৫ থেকে ৮৫-এই দশকে ছোটগল্প, বড়গল্প, উপন্যাসের ক্ষেত্রে অসাধারণ লেখনী দিয়ে বাংলা সাহিত্যিকে সমৃদ্ধ করেছেন সমরেশ মজুমদার।
উল্লেখ্য, সমরেশ মজুমদার ১৯৪২ সালের ১০ মার্চ পশ্চিমবঙ্গের গয়েরকাটায় জন্মগ্রহণ করেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।