বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের শো অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের গুলশান ট্যারেসে। শো টাইম টাইম মিউজিক আয়োজিত এই অনুষ্ঠানে তরুনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
তারণ্যের উচ্ছাসে গোটা অডিটরিয়াম ছিল উত্তাল।
সন্ধ্যার পর থেকেই নিউইয়র্কের স্থানীয় জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
রাত সাড়ে ন’টায় গান গাইতে স্টেজে আসেন শারমিন সুলতানা সুমি ও তাঁর সহ শিল্পীরা। একের এক গানে তারা মাতিয়ে রাখেন উপস্থিত ছোট-বড় সব বয়সী দর্শক-শ্রোতাদের।
এর আগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন শো-টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। তিনি বলেন, জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের শো আয়োজন করতে পেরে আমি আনন্দিত। আলমগীর খান আলম জানান, চিরকুট যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ১০ টি করবে। এ সময় উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিমসহ বিশিষ্টজনেরা।
জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় চিরকুটের পরিবেশনা। মুল শিল্পী শারমিন সুলতানা সুমি তারপরই গেয়ে শুনান ‘ধন ধান্যে পূষ্প ভরা’গানটি। ছিল তাঁর যাদুর শহরসহ জনপ্রিয় গানগুলো। প্রতিটি গানে তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন তরুন প্রজন্ম। মাঝখানে কিছুটা বিরতি দিয়ে অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। মাঝে মাঝে গান পরিবেশন করেন চিরকুটে সুমির সহশিল্পীরাও। সঙ্গীতময় এক অসাধারণ সন্ধ্যা কাটিয়ে ঘরে ফেরেন দর্শক-শ্রোতা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।