বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পরামর্শ আমাদের দেশের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে শুনব : রাষ্ট্রদূত ইমরান
বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে কোন নেতিবাচক প্রভাব পড়েনি। বরং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক শক্তিশালী।
বুধবার বিকেলে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে বিনিয়োগ বিষয়ক এক সেমিনারে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এসব কথা বলেন। মোহাম্মদ ইমরান বলেন,বন্ধু রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের পরামর্শ আমাদের দেশের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে আমরা তা শুনব।
রাষ্ট্রদূত বাংলাদেশকে বিনিয়োগের উৎকৃষ্ট জায়গা উল্লেখ করে তা অন্যদের কাছে তুলে ধরতে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির প্রতি আহবান জানান। তিনি কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের নানা প্রশ্নেরও উত্তর দেন।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড.এম মনিরুল ইসলামের সভাপতিত্বে ‘বাংলাদেশ : এ্যা ল্যান্ড অব অপর্চুনাইটিজ’ শীর্ষক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ইকনমিক মিনিস্টার মোহাম্মদ মেহেদী হাসান।
গোটা অনুষ্ঠান উপস্থাপনা করেন ইশরাত জাহান।
সেমিনার শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ণ করা হয়।