প্রত্যাশা মাফিক ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে ট্রেবল জয় করেছে ইংলিশ ক্লাবটি। ফাইনালে ইন্টারকে ১-০ গোলে হারিয়েছে সিটি। ম্যানচেস্টার সিটি’র পক্ষে জয় সূচক গোলটি করেন রদ্রি। এ নিয়ে তৃতীয় বার ফাইনালে ওঠেছিল সিটি। অবশেষে অধরা ট্রফি ধরা দিল ইংলিশ দলটির হাতে।
খেলার আগে সিটিকেই এগিয়ে রাখে সবাই। দলও ছিল বেশ শক্তিশালী। তবে ঐতিহ্যে এগিয়ে ছিল ইন্টার মিলান। ইতালির দলটি তিনবার এই ট্রফি জয় করে। তারা ছিল নির্ভার। আক্রমণ ইন্টার করেছে ১৪ বার। অন্যদিকে সিটি করেছে ৯ বার। আর সফল হয়েছে ১ বার। সেটিই খেলার ফল নির্ধারণ করে।
প্রথমার্ধে সিটিকে তেমন সুযোগ দেয়নি ইন্টার। খেলার ষষ্ঠ এবং ২৭ মিনিটে দু’বার গোলের সুযোগ তৈরি করেছিল ম্যান সিটির খেলোয়াড়রা। কিন্তু কাজে পারেনি তারা। অনদিকে এই অর্ধের ১২ মিনিটে ইন্টার মিলানও সুযোগ তৈরি করেছিল। বাধা হয়ে দাঁড়ায় সিটির গোলরক্ষক। ফলে গোলশূন্য ড্র থাকে প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে সিটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সিটি। সুযোগ হাতছাড়া করেন মার্টিনেজ। তবে ৬২ মিনিটে সিটি আর গোলবঞ্চিত থাকেনি। ইন্টার মিলানের রক্ষণভাগের ভুল বুঝাবুঝির সুযোগ নিয়ে রদ্রি গোল করে ইন্টারের সমর্থকদের স্তব্ধ করে দেন। পরে ইন্টার বেশ কটি সুযোগ পেলেও গোল করতে পারেনি। ফলে ১-০ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে ম্যানচেস্টার সিটি।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।