২৯ জুলাই লং আইল্যান্ডের বেবিলন টাউন হলে বাংলাদেশ মেলা
শনিবার, ২২ জুলাই, ২০২৩
আগামী ২৯ জুলাই শনিবার লং আইল্যান্ডের বেবিলন টাউন হলে বাংলাদেশ মেলা অনুষ্ঠিত হবে। বৃহষ্পতিবার বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান আয়োজকরা।
তারা বলেন, বেলা আড়াইটা থেকে মধ্যরাত অবধি চলবে এই মেলা। বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যান্ড সঙ্গীত শিল্পী নগর বাউল জেমস এতে পারফর্ম করবেন।
এছাড়া এই মুহর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাংলাদেশের এক ঝাঁক তারকা নায়ক-নায়িকা, শিল্পী এতে পারফর্ম করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে, থাকছে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ২০ হাজার বাঙ্গালী অধ্যুষিত লং আইল্যান্ডে বাংলা সংস্কৃতি তুলে ধরা ও বিনোদন দেওয়ার জন্যই আমরা এই বাংলাদেশ মেলার আয়োজন করছি। তারা দৃঢ়তার সাথে বলেন, প্রতি বছর আমরা এই বাংলাদেশ মেলার আয়োজন করব। এবারের আয়োজনে উপস্থিত থাকবেন মুলধারার নির্বাচিত জনপ্রতিনিধিরা।
বাংলাদেশ মেলা’র আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন জেবিবিএ’র(একাংশের) সভাপতি, ফোবানা’র চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট গিয়াস আহমেদ, সদস্য সচিব হিসাবে থাকবেন রিয়াজ আহমেদ। এছাড়া এই মেলার চীফ কো অর্ডিনেটর হিসাবে কাজ করবেন গোলাম ফারুক শাহীন। মেলার কো-কনভেনর হিসাবে আছেন লায়ন আসেফ বারী টুটুল, মোহাম্মদ মহসিন, ডা. মাসুদুর রহমান, মিয়া আলিম পাখি ও তারেক হাসান খান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।