দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কোন বিশৃংখলা করবনা, আমরা কারও পাতা ফাঁদে পা দেবনা, আমরা বরং আগামী নির্বাচন পর্যন্ত শান্তির বারতা নিয়ে,প্রিয় নেত্রীর ভালবাসার বাণী নিয়ে দেশের মানুষের দোয়ারে দোয়ারে যাব। দেশের সচেতন মানুষ ঠিকই আমাদের মূল্যায়ন করবেন। তারা আমাদের তথা বাংলাদেশ আওয়ামীলীগকেই আবারও ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিবেন। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী উল্লেখ করে ড. সিদ্দিকুর রহমান বলেন,গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন, দেশের মানুষ তা ভুলে যাবেনা।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি বলেন,এখন থেকে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সকল সমাবেশ হবে শান্তি সমাবেশ। যারা উচ্ছৃঙ্খল আচরণ করবে জনগণ ঠিকই তাদের প্রত্যাখ্যান করবে।
দেশের শান্তি নষ্টের চেষ্টা চলছে, তাই আমরা শান্তি সমাবেশ করছি বলে উল্লেখ করেন সিদ্দিকুর রহমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি বলেন, আমাদের তথা মুজিব সৈনিকদের চোখ, কান খোলা রাখতে হবে সর্বদা।
এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি শামসুদ্দিন আজাদ বলেন, বিএনপি আন্দোলনের নামে, পদযাত্রার নামে আগুন সন্ত্রাস করছে।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নিজাম চৌধুরী বলেন,এটা নির্ভেজাল সত্যি-বাংলাদেশে আওয়ামীলীগের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আওয়ামীলীগের সিনিয়র নেতাদের সম্মানহানি করার বিএনপি কর্মীদের সাম্প্রতিক অপচেষ্টার কথা উল্লেখ নিজাম চৌধুরী বলেন, আমাদের সরলতা ও ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, আব্দুল হাসিব মামুন ও প্রচার সম্পাদক হাজী এনামের উপস্থাপনায় সমাবেশে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধাগণ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলামসহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমলসহ যুক্তরাষ্ট্র আওয়ামীগের বিভিন্ন স্টেট শাখার নেতৃবৃন্দ, সংগঠনের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ বক্তৃতা করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে আয়োজিত সমাবেশ বিকেল সাতটায় দেওয়া হলেও আগেই থেকেই ডাইভারসিটি প্লাজায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে-রাজপথ ছাড়িনাই-শেখ হাসিনার ভয় নাই, বার বার দরকার শেখ হাসিনার সরকার, বার বার দরকার-বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের সরকার ইত্যাদি শ্লোগানে শ্লোগানে মুখরিত করে গোটা এলাকা। সভা শেষে একটি র্যালি ডাইভারসিটি এলাকা প্রদক্ষিন করে। পরে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।