১ সেপ্টেম্বর পর্দা উঠছে ফোবানার, ৩ দিনের ৩৭তম ফোবানা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
১-৩ সেপ্টেম্বর কানাডার টরেন্টো’র ‘দ্যা শেরাটন সেন্টার টরেন্টো হোটেল’-এ অনুষ্ঠিত হতে যাওয়া ৩৭তম ফোবানার সকল প্রস্তুতি সম্পন্ন। গত বুধবার সন্ধায় জ্যাকসন হাইটসের গোল্ডেন এইজ লাক্সারী হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা একথা জানান।
ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলী ইমামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পড়ে শোনান ফোবানা কনভেনশন’র স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ। তিনি বলেন, শুক্রবার বিকেলে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন টরেন্টোর সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর মাইকেল থমাস।
তিনি উল্লেখ করেন ৩ সেপ্টেম্বর সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধান অতিথি কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। এছাড়া উপস্থিত থাকবেন বিশেষ অতিথি সালমা জাহিদ এমপি। উপস্থিত থাকবেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুলত ২ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মুল অনুষ্ঠানগুলো।
শাহ নেওয়াজ বলেন, ‘প্রবীণের অহংকার আর তারণ্যের জয়গান’ এই শ্লোগান নিয়ে এগিয়ে চলছে আমাদের ফোবানা সম্মেলনের প্রস্তুতি।
লিখিত বক্তৃতায় তিনি ফোবানা পরিচালনা পরিষদের সদস্যদের নাম তুলে ধরেন। এতে পরিচালনা পরিষদের চেয়ারম্যান থাকছেন মোহাম্মদ ইলিয়াস মিয়া,কনভেনর আব্দুল আজাদ,সদস্য সচিব রিমন ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান,চীফ কনসালটেন্ট মাহবুব চৌধুরী, চীফ এডভাইজার নজরুল ইসলাম মিন্টু এবং চীফ কো-অর্ডিনেটর হিসাবে থাকছেন আহমেদ হোসেন।
তিনি বলেন, গোটা কনভেনশন দেখভাল করবেন ফোবানার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলী ইমাম, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ ও ভাইস চেয়ারম্যান কাজি আজমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ আরও বলেন, শনি ও রোববার বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি, আর্থ সামাজিক উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পৃথক কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।
শাহ নেওয়াজ জানান, কনভেনশনে সঙ্গীত পরিবেশন করবেন এসআই টুটুল,রিজিয়া পারভীন, রানো নেওয়াজ,মোস্তফা অনিক রাজ, লাবনী, একে আজাদ, খোন্দকার ইসমাইল ও ফরহাদ আদনান প্রমুখ।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালন এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য। তারা সম্মেলনের সফলতায় গণমাধ্যম কর্মীদের সহায়তা চান।
লিখিত বক্তৃতার আগে ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ বলেন, ফোবানা’র ঐক্য ধরে রাখতে সব চেষ্টাই করেছি,একটি মহলের অসহযোগিতার জন্য তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
ফোবানার অপর একটি অংশ তাঁকে অব্যাহতি দিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে শাহ নেওয়াজ বলেন, যেহেতু ফোবানা স্টিয়ারিং কমিটি আগেরটাই বহাল আছে তাহলে তাদের কোন কিছুরই সাংগঠনিক ভিত্তি নেই। তিনি বলেন, বহাল থাকা স্টিয়ারিং কমিটিতে গিয়াস আহমেদ একজন সদস্য মাত্র। অবশ্য তিনি বলেন, গিয়াস আহমেদ ফোবানা স্টিয়ারিং কমিটির একজন সদস্য হিসাবে আমাদের ফোবানা সম্মেলনে যোগ দিতে পারেন।
ফোবানা কনভেনশন কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ যুক্তরাষ্ট্র ও কানাডা’র সকল শ্রেণী-পেশার মানুষকে ৩৭তম ফোবানার সকল ইভেন্ট উপভোগ করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফোবানা কনভেনশন স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান কাজি আজম, সদস্য জিল্লুর রহমান জিল্লু, সদস্য মোহাম্মদ হোসেন প্রমুখ।
শাহ ফারুক রহমান
এডিটর,বিডিইয়র্ক, নিউইয়র্ক।