আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
সফল বনভোজন আয়োজনের পর আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী সভা অনুষ্ঠিত হয় গত শুক্রবার। এদিন বিকেল সাড়ে ছয়টায় জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে আয়োজিত এই কার্যকরী সভায় অধিকাংশ সদস্য স্বতস্ফুর্তভাবে অংশ নেন।
প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম।
সভায় ক্লাবের সকল কর্মকর্তাগণ সভাপতি ও সাধারণ সম্পাদককে একটি সুন্দর, প্রাণবন্ত ও উপভোগ্য বনভোজন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
এ সময় সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম প্রেসক্লাবের বনভোজনের হিসাব নিকাশের উপর মূল্যবান মতামত তুলে ধরেন। পরবর্তীতে অন্যান্য সদস্যরা বিষয়টিসহ আগামী কমিটি নির্বাচন নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
এ সময় ক্লাবের কোষাধ্যক্ষ জামান তপন প্রেসক্লাবের যাবতীয় আয়-ব্যায়ের হিসাব তুলে ধরেন।
পরে সকলের আলোচনার উপর নিজের বক্তব্য তুলে ধরেন প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। তিনি সব কিছুর উপর ক্লাবের ঐক্য ধরে রাখার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়া ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, অনেক ত্যাগের ফল এই ঐক্যবদ্ধ প্রেসক্লাব। এর সুনামকে ধরে রাখতে প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আহবান তিনি।
কার্যকরী পরিষদের এই সভায় নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তপন চৌধুরী,যুগ্ম-সম্পাদক শাহ ফারুক রহমান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দীন অভি, প্রচার সম্পাদক শহীদ উল্লাহ কাইছার,কার্যকরী সদস্য কানু দত্ত, আলিম খান আকাশ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্মানীত সদস্য মোস্তফা অনিক রাজ ও মো: আনিসুর রহমান।
শেষে প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ কার্যকরী পরিষদের সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়ণ করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।