বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
গত সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এ নির্বাচন বানচালে দেশজুড়ে নানা নাশকতা ঘটেছে। বিশেষ করে ট্রেনে আগুন দেয়া এবং রেল লাইন কেটে রাখার কারণে প্রাণহানি নাড়া দেই সবাইকে। সাধারণ মানুষের এসব মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। দেশীয় গণমাধ্যম ছাপিয়ে এসব ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে।
এরই পরিপ্রেক্ষিতে, সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচনকে ঘিরে বিএনপির নাশকতা নিয়ে প্রশ্ন করা হলে একে অগ্রহণযোগ্য বলে জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
উল্লেখ্য, ৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ নিরন্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলীয় সভানেত্রী শেখ হাসিনা ৫ম বারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।