বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
গত ২১ই জানুয়ারী রবিবার জ্যাকসন হাইট উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট । অনুষ্ঠানটির আয়োজনে ছিলো NY Music .
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবিসি টিভির সিইও ইঞ্জিনিয়ার আবু বকর।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন -বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, গিয়াস আহমেদ,নূরুল আজিম,ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী,ডা. সারয়ার হাসান ,ডা. বানালী হাসান,ইন্জিনিয়র খালেক,আব্দুর রশিদ বাবু,শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি । বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ,নাসির আলী খান পল,লিটন চৌধুরী,কাজী আজম,রহমান মালিক,রওনক আহমেদ, আহসান হাবীব সহ অনেকেই । মুলধারার রাজনীতিবিদ ও কমিউনিটি এক্টিভিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সাগির খান,ভেন্ডি লি,জগজিত সিং প্রমুখ। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন - সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এই রকম অনুষ্ঠান দরকার আছে ,যাতে করে সংস্কৃতি ও আনন্দ দুটোই হতে পারে। গিয়াস আহমেদ,নুরুল আজিম ,ডা. হাসান সহ সকলেই আয়োজনের ভূয়সী প্রসংসা করেন ও কমিউনিটি বিনির্মাণ- এ এনআরবিসি টিভির পথচলাকে সাধুবাদ জানান।
জমজমাট মন মাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখে স্থানীয় শিল্পী নাজু,রানু নেওয়াজ,কৃষনা তিথি প্রেমা,অনব ,রিয়া ,জনি,কাজল,অনিক রাজ ও পারভেজ সোহেল ।এছাড়াও কবিতা আবৃত্তি করেন জামান বাবু । পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন সঞ্চালক নওশিন এবং তাকে সহযোগিতা করেন শান্তনো।
অনুষ্ঠানে বিগত বছরে এনআরবিসি টিভি’র কার্যক্রম নিয়ে একটি প্রামীণ্য চিত্র দেখানো হয় । এছাড়া অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক জলি আহমেদের মিডিয়ায় পথচলার উপর একটি বয়োগ্রাফি প্রদর্শন করা হয় ।এনআরবিসি টিভি এবং তার মিডিয়া জীবন সম্পর্কে জলি আহমেদ বলেন”কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি সকলের ভালোবাসা।” পুরো অনুষ্ঠান আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন এজাজুল ইসলাম নাইম,জলি আহমেদ ও আরিফুল ইসলাম আরিফ ।
মনমাতানো গানের মুর্ছনায় আর বাহারী বাঙালী খাবারের ডিনার শেষে সবাই খুব সুন্দর একটি সন্ধায় কাটিয়ে বাড়ি ফিরেন আনন্দচিত্তে।
জলি আহমেদ, নিউইয়র্ক।