দুর্ঘটনায় ব্রতীর বন্ধু জীবন লাইকেন(১৯) ও প্রাণ হারিয়েছে। গত ২৮ জানুয়ারি রোববার ভোরে লং আইল্যান্ডের সাউদার্ন স্টেট পার্ক হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দেবপ্রীতার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। নিহত ব্রতী নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটস এলাকায় বাবা মায়ের সঙ্গে বসবাস করত। ব্রতীর বাবা-মা এখন বাংলাদেশে থাকায় পুলিশ দুর্ঘটনার খবর রোববার দুপুর ১২টায় তার বোনকে অবহিত করে। পরে পরিবারের সদস্যরা এই দু:খজনক খবরটি দেশে অবস্থান করা ব্রতীর বাবা-মা কে জানায়।
বাংলাদেশি ছাত্রী দেবপ্রিয় দে ব্রতী’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানিয়েছে, লংআইল্যান্ডের সাউদার্ন স্টেট পার্ক হাইওয়ের এক্সিট ৩৫ এলাকায় ব্রতীদের গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। জানা গেছে, এক্সিট নেওয়ার সময় অপর একটি জিপের ধাক্কায় ব্রতীদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং একটি গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। ভোর পৌণে ছয়টায় পুলিশ ব্রতী ও তার বন্ধুকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপর গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানানো হয়, সকল আনুষ্ঠানিকতা শেষে দেবপ্রীতা দে ব্রতী’র মরদেহ দেশে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক,নিউইয়র্ক।