নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া
রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
.
নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আমেরিকান হাফিজ আহমেদ এন্জেল ও সাথী আহমেদ এন্জেল মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মত্যুকালে হাফিজ আহমেদের বয়স হয়েছিল ৪৫ বছর এবং সাথী আহমেদের বয়স হয়েছিল ৩৫ বছর। তাঁদের ৮ বছরের কন্যা রাইদা গুরুতর আহত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। নিহত দম্পতি তাদের সন্তানসহ নিউইয়র্ক থেকে আপস্টেট বিংহামটনে যাচ্ছিলেন। তাঁরা নিউইয়র্কের জ্যামাইকায় বসবাস করতেন। তাঁদের নিহতের খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। হাফিজ আহমেদের গ্রামের গাজীপুর এবং তাঁর স্ত্রীর বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগতির গাড়ি নিহত দম্পতির গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি ধুমড়ে মুচডে যায়। হাফিজ আহমেদ ও সাথী আহমেদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তাদের সন্তানকে সাথে সাথেই হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, যে গাড়িটি নিহত দম্পতির গাড়িকে আঘাত করে সেই গাড়িটিকে সন্দেহজনক কারণে তারা ধাওয়া করছিলেন। জানা গেছে, ধাক্কা দেওয়া গাড়ির চালক পালিয়ে গেছে। পুলিশ তাকে ধরার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।