রবিবার, ০৩ মার্চ, ২০২৪
এবারের ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্কে। আগামী লেবার ডে উইকেন্ডে (৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত) নিউইয়র্কে কুইন্সের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে ৩ দিন ব্যাপী ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।
ফোবানা স্টিয়ারিং কমিটির সিনিয়র সদস্য আবু যোবায়ের দারা বলেন, ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন এর সফল আয়োজনে আমাদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়,আয়োজনের প্রতিটি পর্যায় সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির সিনিয়র সদস্য আবু যোবায়ের দারা, টরন্টো থেকে আগত দেওয়ান আজিম, আসেফ বারী টুটুল, কিউ জামান, খন্দকার ফরহাদ, ফাহাদ সোলায়মান,মফিজুল ইসলাম ভুইয়া রুমি, ওয়াহিদ কাজী এলিন, সৈয়দ এনায়েত আলী প্রমুখ।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।