শনিবার, ০৯ মার্চ, ২০২৪
যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র শাখার স্টেট কমিটি গঠনের জন্য আবু সাইদ আহমেদ ও ইলিয়াস খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভার্চুয়াল সভা থেকে এ দায়িত্ব দেন।
গত ৩ মার্চ রোববার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না’র সঞ্চালনায় এই ভাচুর্য়াল সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় কেন্দ্রীয় নিবার্হী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমযার্দা) আবু সাইদ আহমেদ (যুক্তরাষ্ট্র) ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান (যুক্তরাষ্ট্র) কে যুক্তরাষ্ট্রর বিভিন্ন অঙ্গরাজ্যে যুবদলের স্টেট কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়েছে।
একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সকল স্টেট কমিটি সমুহের প্রস্তাবনা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এদিকে, দায়িত্ব পাওয়ার পর বিডিইয়র্কের সাথে আলাপাকালে যুক্তরাষ্ট্র যুবদলের স্টেট কমিটি গঠনের দায়িত্ব পাওয়ায় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন দায়িত্বপ্রাপ্ত দুই নেতা সাঈদ-ইলিয়াস।
বিডিইয়র্ক ডেস্ক,নিউইয়র্ক।