নিউইয়র্কের কুইন্স এলাকার ফার রক ওয়েতে দুর্বৃত্তের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ছ’টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম জনাথন দিলার । গাড়িতে থাকা গাই রিভেরা নামে এক ব্যক্তিকে তল্লাশী করার চেষ্টাকালে নিহত পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। পরে জ্যামাইকা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ কর্মকর্তার চাকরির বয়স হয়েছিল ৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশু সন্তান রেখে গেছেন। নিহত কর্মকর্তার বয়স হয়েছিল ৩১ বছর। জনাথন দিলারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনওয়াইপিডি ও নিউইয়র্ক সিটির সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, কমিউনিটি রেন্সপন্স টিমের একজন সদস্য হিসাবে জনাথন দিলার বাস স্ট্যান্ডে পার্ক একটি গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে বসা ব্যক্তি গাই রিভেরাকে তল্লাসী করার জন্য বেরিয়ে আসতে বললে সে তা অমান্য করে। এ সময় পুলিশ গুলি চালায়। দুর্বৃত্ত গাই রিভেরাও তখন পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এতে পেটে গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা জনাথন দিলারকে সাথে সাথে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ দুর্বৃত্ত গাই রিভেরা পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য, অপরাধী গাই রিভেরা বিভিন্ন মামলায় ইতিমধ্যেই সাজা ভোগ করেছে।
পুলিশ কর্মকর্তা জনাথন দিলারের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস এবং এনওয়াইপিডি’র কমিশনার এডওয়ার্ড ক্যাভান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।