সোমবার, ০১ এপ্রিল, ২০২৪
নরসিংদী জেলার সর্বস্তরের সাধারণ মানুষ এবং বিভিন্ন জেলার আমন্ত্রিত অতিথিগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হল প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক্’র ইফতার মাহফিল। রোববার জ্যামাইকার ইকরা পার্টিহলে সংগঠনের সভাপতি আবু ছাইন মোহাম্মদ আখতার বাবুলের পরিচালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রধান অতিথি জয়নাল আবেদীন, সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মেজবাহ উদ্দীন, প্রবীণ ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম,ডেমোক্রেট নেতা মিজানুর রহমান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা ওসমান গনি, সাপ্তাহিক বাংলাদেশ’র সম্পাদক ডা. ওয়াজেদ খান,বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি দেওয়ান মহিউদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট তোফায়েল আহমেদ,কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অনেকে।