বগুড়া সোসাইটি ইউএসএ ইনক্’র ইফতার অনুষ্ঠিত হয়েছে কুইন্স প্যালেস অডিটরিয়ামে। এতে বগুড়াবাসী ছাড়াও আমন্ত্রিত বিভিন্ন জেলার নানা শ্রেণী-পেশার মানুষ যোগ দেন।
উপস্থিত ছিলেন সিটিতে কর্মরত বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। সব মিলিয়ে মাহে রমজানের আবহে কুইন্স প্যালেসের গোটা অডিটরিয়াম এক মিলনমেলায় পরিণত হয়।
বগুড়া সোসাইটি ইউএসএ ইনক্’র সভাপতি মহব্বত আলী আকন্দের সভাপতিত্বে ইফতারপূর্ব অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম। সংগঠনের দুই নেতা তাদের আহবানে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিগ্দিকী, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, তাঁর সহধর্মিনী শাহানা রহমান,বারি হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল, চেয়ারম্যান মুনমুন হাসিনা,আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, চেয়ারম্যান এশা রহমান, নিউইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান,নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, যুব দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাঈদ আহমেদসহ বিভিন্ন জেলা সমিতি ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নিউইয়র্কের স্বনামধন্য সাংবাদিকবৃন্দ।
ইফতারের পূর্বে মুসলিম উম্মা ও বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয়। মাগরিবের আজানের সাথে সাথে সবার মাঝে ইফতার ও ডিনার পরিবেশন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।