সোমবার, ০৬ মে, ২০২৪
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি'র উদ্যোগে ৪মে, ১৪৩১ শনিবার স্হানীয় একটি স্কুলের হলরূমে দিনব্যাপী একটি বর্ণাঢ্য বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। দুপুর ৩ টায় অনুষ্ঠানটি উদ্বোধনের সময় বিএডিভির বর্তমান সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া, প্রাক্তন সভাপতিবৃন্দ এবং মিলর্বন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব উপস্হিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্ধোধন করেন।