২ জুন জ্যামাইকার মেরি লুইসে গাইবে জনপ্রিয় ব্যান্ড দল সোলস
বুধবার, ১৫ মে, ২০২৪
.
আগামী ২ জুন জ্যামাইকার মেরি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস’র পরিবেশনা। ৫০ বছর পূ্র্তি উপলক্ষে ব্যান্ড দলটির যুক্তরাষ্ট্র ট্যুরের অংশ হিসাবে নিউইয়র্কে এই আয়োজন।
গোল্ডেন এইজ হোম কেয়ার নিবেদিত এই কনসার্টের আয়োজন করছে গ্যালাক্সি মিডিয়া এবং দেশি মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এনওয়াই। মঙ্গলবার নিউইয়র্কের একটি অডিটরিয়ামে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।
সাংবাদিক রিজওয়ানা এলভিসের উপস্থাপনায় মিট দ্য প্রেসের শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। তিনি বলেন, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ভূবনে সোলস একটি জনপ্রিয় নাম। ব্যান্ড দলটির ৫০ বছর পূর্তিতে আমি তাদের শুভেচ্ছা জানাই। তাদের জনপ্রিয়তা আকাশচুম্বি। তাদের গানগুলো বাংলা গানের ভূবনকে সমৃদ্ধ করেছে। এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি ও আমার প্রতিষ্ঠান গর্বিত। আশা করি সুন্দর একটি সন্ধ্যা আমরা কাটাব বলে উল্লেখ করেন শাহ নেওয়াজ।
এরপরই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সোলস’র জনপ্রিয় ভোকাল পার্থ বড়ুয়া। তিনি বলেন, সোলস’র ৫০ বছর পূ্র্তিতে আমরা একটি ট্যুরে আছি। যুক্তরাষ্ট্রে আমরা ইতিমধ্যে ৯টি শো করেছি। নিউইয়র্ক শো সহকারে আমরা যুক্তরাষ্ট্রে আরও ৬টি শো করব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়ের প্রয়োজন ও রুচির সমন্বয়ে গান তৈরি হয়। আর সেই গানগুলো সেই সময়ের সেরা।
পার্থ বড়ুয়া বলেন, যুক্তরাষ্ট্রের যেখানেই শো করেছি, সেখানেই দর্শক-শ্রোতাদের বিপুল সাড়া পেয়েছি। আমরা এখানকার দর্শক-শ্রোতার ভালবাসায় মুগ্ধ। নিউইয়র্কেও এর ব্যতিক্রম হবেনা বলে আশা প্রকাশ করেন তিনি।
এক প্রশ্নের উত্তরে পার্থ বড়ুয়া বলেন, ৫০ বছরে আমাদের ব্যান্ড সেরা গানগুলোই নিয়ে আসার চেষ্টা করেছে।
নতুন প্রজন্মের শিল্পীদের কাছে আপনার চাওয়া কি এমন প্রশ্নে পার্থ বড়ুয়া বলেন, তারা যেন আরও ভাল করে গান শেখার চেষ্টা করে, আরও ভাল করে চর্চা করে।
এ সময় সোলস’র ৫০ বছরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তৃতা করেন গোল্ডেন এইজ হোম কেয়ারের চেয়ারপার্সন রানো নেওয়াজ।
মিট দ্য প্রেসে আয়োজকদের পক্ষ থেকে কথা বলেন, দেশি মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এনওয়াই’র সিইও মনিরুল ইসলাম। তিনি বলেন, যেখানে সোলস গাইবে, সেখানে অন্য আর কেউ গাইবেনা। এটাই আমাদের আয়োজনের বিশেষত্ব।
অন্যদিকে অন্যতম আয়োজক গ্যালাক্সি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট’র সিইও বদরুদ্দোজা সাগর বলেন,যুক্তরাষ্ট্রে আমার জার্ণিটা বেশি দিনের নয়। তবে আমি কোয়ালিটি প্রোগ্রামে বিশ্বাস করি। আশা করি সবার সহযোগিতায় একটি অসাধারণ সন্ধ্যা আমরা উপহার দিতে পারব।
মিট দ্য প্রেসে জানানো হয়,গোল্ডেন এইজ ছাড়াও অনুষ্ঠানের স্পন্সর হিসাবে থাকছেন বিশিষ্ট রিয়েলেটর নূরুল আজিম, রিভারটেল, উৎসব ডটকম,এথনিক ফুড(মাছওয়ালা),খলিল বিরিয়ানি, সেলাক্স, ফেউমা, এলেক্সা লাইফ স্টাইল, ফ্লিক্সা এন্ড সেভ দ্য স্মাইল। কনসার্টের মিডিয়া পার্টনার সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক ঠিকানা এবং আরটিভি।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।