আগামী ২১ জুলাই আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন
শনিবার, ১৮ মে, ২০২৪
আগামী ২১ জুলাই রোববার আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। এবারের বনভোজনের ভেন্যু - জর্জ আইল্যান্ড পার্ক।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান। সভাপতি তাঁর সূচনা বক্তৃতায় বার্ষিক বনভোজনের তারিখ ও ভেন্যূ’র কথা সবার কাছে তুলে ধরেন। সভায় উপস্থিত সকল সদস্য তা অনুমোদন করেন।
উল্লেখ্য,আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের গত সভায় সভাপতি রাশেদ আহমেদকে বনভোজনের তারিখ ও ভেন্যূ নির্ধারণের দায়িত্ব অর্পণ করা হয়েছিল।
সভায় আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা সর্বসম্মতভাবে প্রেসক্লাবের সহ সভাপতি আলিম খান আকাশকে আহবায়ক, প্রচার সম্পাদক আনিসুর রহমানকে প্রধান সমন্বয়কারী এবং সম্মানীত সদস্য মোস্তফা অনিক রাজকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করে।
এছাড়া সভায় বনভোজনে পরিবারসহ সদস্যদের চাঁদার হার, অতিথিদের চাঁদার হার নির্ধারণ করা হয়। সদস্যদের ট্রান্সপোর্ট, শিল্পী এবং র্যাফেল ড্রয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় সবাইকে যার যার জায়গা থেকে বিজ্ঞাপন বিষয়ে কাজ করার আহবান জানানো হয়।
শুক্রবারের এ সভায় উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি আলিম খান আকাশ, প্রচার সম্পাদক আনিসুর রহমান,কার্যকরী সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কার্যকরী সদস্য কানু দত্ত, কার্যকরী সদস্য তপন চৌধুরী, সম্মানীত সদস্য আদিত্য শাহীন, সম্মানীত সদস্য নূরুন্নাহার নিশা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।