সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কের আদালতে দণ্ড দেয়া হয়েছে। ব্যবসার রেকর্ডপত্র জালিয়াতিসহ ৩৪ বিবিধ অপরাধের সব কয়েটিতেই জুরী বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেছে।
আমেরিকার ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি অপরাধ ( ফেলোনি) আইনে দণ্ডিত হলেন।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস মামলায় নিউইয়র্কের আদালতে ১২জন জুরী একমত হয়ে ৩০ মে বৃহস্পতিবার বিকেলে তাদের রায় ঘোষণা সমাপ্ত করেন। রায় ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প নিজেকে খুবই নির্দোষ একজন মানুষ হিসেবে উল্লেখ করে বলেছেন, লড়াই অব্যাহত থাকবে। ২০১৬ সালের নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প তাঁর তৎকালীন সহযোগী মাইকেল কোহেনের মাধ্যমে স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য অর্থ প্রদান করেছেন। বিষয়টি পরে ধামাচাপা দিতে গিয়ে ব্যবসার নথিপত্র জালিয়াতি করেছেন বলে আদালতে তাঁকে এ দণ্ড দেয়া হলো।
রায় ঘোষণার পর ট্রাম্প বলেছেন, এটি একটি জালিয়াতির বিচার, অসম্মানের বিচার। তিনি বলেন আসল বিচার হবে ৫ নভেম্বর যখন আমেরিকার মানুষ ভোট প্রদান করবে। উল্লেখ্য আসছে নভেম্বরে জাতিত্ব নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পই রিপাবলিকান দলের প্রার্থী। তিনি লড়ছেন বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে।
আদালতে দণ্ড পাওয়ার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থী হতে আইনগত কোন অসুবিধা নেই বলে আইনজ্ঞরা বলছেন। রায় ঘোষণার পর ট্রাম্পের সমর্থকরা তাঁর সমর্থনে আরও বেশী সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষকরে শ্বেতাঙ্গবহুল এলাকায় ট্রাম্পের সমর্থকরা তাঁর পক্ষেই অবস্থান নিয়েছেন। তাঁর নির্বাচনি চাঁদা সংগ্রহের উয়েভ সাইট ট্র্যাফিক ধারণ করতে না পেরে ক্রাশ হয়ে গেছে।
মার্কিন বিচারিক ব্যবস্থা অনুযায়ী জুরী বোর্ড সর্বসম্মত রায় প্রদান করলেও বিচারক দণ্ড ঘোষণা করবেন। ম্যানহাটন আদালতের বিচারক জুয়ান মার্কেন দণ্ড ঘোষণার জন্য ১১ জুলাই সকাল ১০টায় আদালতের সময়সূচি ঘোষণা করেছেন। সেদিনই ডোনাল্ড ট্রাম্পের অপরাধ বিবেচনায় জেল/ জেলের মেয়াদ বা জরিমানা দণ্ড বিচারক ঘোষণা করবেন। ট্রাম্পের পক্ষ থেকে এ রায় নিয়ে আপিল আদালতে যাবেন এবং তাঁর আইনজীবীরা বলেছেন, এ আইনগত লড়াই দীর্ঘ হবে।
ইব্রাহিম চৌধুরী খোকন
সিনিয়র সাংবাদিক, নিউইয়র্ক।