মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪
অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা আর নেই । মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
প্রয়াত অভিনেত্রী সীমানার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২১ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত সাড়ে ১১টার দিকে তাঁকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। গেল কয়েকদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার এই হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে বিনোদন জগতে পা রাখেন প্রয়াত অভিনেত্রী সীমানা।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।