সাধারণ সম্পাদক নাসরিনা মুন্নার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আলোকচিত্র শিল্পী এন্ড্রো বিরাজ, গায়ক আশিক পিরু, চারু শিল্পী তপু খান, এবং মাহমুদা রহমান খান। সভায় দেশের গান পরিবেশন করেছিলেন জেনিথ এশা সমাদ্দার, দিনার মণি, এবং কুলসুম আলম সিরিকিত খুকী।
আরো উপস্থিত ছিলেন "বাংলা কেন্দ্রে" এর ব্যবস্থাপনা প্রধান কবি সামিনা আমিন ও অর্থ ব্যবস্থাপক ইরাজ তালুকদার। আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক নাজিয়া ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী তারিক ইসলাম ও ট্রিও আর্টিস্ট নাদিম্বো।
কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন প্রাক্তন প্রসেকিউটর - আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ ও উপদেষ্টা বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর ওয়াশিংটন ডিসি এডঃ অমর ইসলাম, এডঃ কাজী ওয়াহেদুজ্জামান স্বপন ও মিজানুর রহমান খান।
বাঙালি, বাংলাদেশ, এবং বঙ্গবন্ধু সম্পর্কে মতবিনিময়ে উৎসাহবর্ধন হয়। আলোচকগণ তাদের আলোচনায় স্বাধীন বাংলাদেশের রূপকার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
প্রধান অতিথি প্রফেসর ডঃ আবু আহসান মোহাম্মদ সামসুল আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু একমাত্র বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ যিনি শঙ্কর বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে একত্রিত করেছিলেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি ও তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। প্রতিটি বাঙালির দায়িত্ব বাংলাদেশের অগ্রযাত্রার এই রথে সার্বিক সহযোগিতা করা যাতে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করে।
প্রধান বক্তা ডঃ নুরুন্নবী বঙ্গবন্ধুর বক্তব্য করেন। তাঁর মানবিক দিকের বর্ণনা করেন এবং বিজয় অর্জনের পরের বাংলাদেশ ও বঙ্গবন্ধুর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ডঃ আব্দুন নূর বলেন, বঙ্গবন্ধুর ডাকে তিনি বাংলাদেশে গমন করেন ও পরিকল্পনা কমিশনের কাজের বর্ণনা করেন। ডঃ এস আশরাফ বঙ্গবন্ধু লেখা বই তিনটির প্রচার, সংগ্রহ ও পড়ার উপর গুরুত্ব আরোপ করেন। দীপিকা সমাদ্দার বলেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রমে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মতবিনিময় সভার সার্বিক দ্বায়িত্বে ছিলেন মইন আহমেদ কার্যকরি সদস্য, জেনিথ এশা সমাদ্দার কথা - দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক, আঞ্জুমান ইসলাম - মহিলা বিষয়ক সম্পাদক, রউফ সরকার - সহ সভাপতি, গৌরব গল্প সদস্য, অ্যালেক্স কর্মকার সদস্য। সভায় ডঃ নুরুন্নবী আগামী বৎসর ৮তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবার ঘোষণা করেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।