যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে চলছে ক্রিকেট বিশ্বকাপ। অন্যদিকে আজ ১৪ জুন দিবাগত রাতে শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ।
জার্মানিতে আয়োজিত এই টুর্ণামেন্টে প্রথম ম্যাচে-বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে জার্মানি ও স্কটল্যান্ড।
ইউরোপ সেরার মুকুটের লড়াইয়ে মোট ৫১টি ম্যাচ থাকছে। আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। সারা বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থকরা বুঁদ হয়ে থাকবেন পুরো একমাস।
উল্লেখ্য, তিন যুগ পর জার্মানি এই টুর্ণামেন্ট আয়োজন করছে। আর দীর্ঘদিন পর এটি আয়োজন করতে গিয়ে তারা কোন কিছুর কমতি রাখেনি। আয়োজক জার্মানি আশা করছে, ইউরো চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে ২.৭ বিলিয়ন পর্যটক জার্মানি সফর করবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক,ঢাকা।