রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা নরেন্দ্র মোদীর
শনিবার, ২২ জুন, ২০২৪
দুইদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লীতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে।
অভ্যর্থনা অনুষ্ঠানে দুই প্রধানমন্ত্রী দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচিত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শন্কর, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, রাজ্যের মন্ত্রী জিতেন্দ্র সিং ও কীর্তি বর্ধন।
আজ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত ভোজ সভায় দেবেন শেখ হাসিনা।
সফরকালে ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ১৫ দিনের মধ্যে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় ভারত সফর।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।