নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
রবিবার, ২৮ জুলাই, ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে নিহতদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ সহায়তা প্রদান করেন।
এ সময় নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। প্রধানমন্ত্রী তাদের শান্তনা দেন এবং নিজেও অশ্রুসিক্ত হয়ে পড়েন।
নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। আমি নিজেও বাবা, মা, ভাই ভাবীসহ পরিবারের সদস্যদের হারিয়ে কষ্ট চাপা দিয়ে বেঁচে আছি। তিনি তাঁদের বলেন, আপনারা যা জানেন,সেই তথ্য দিয়ে সহায়তা করুন। আমরা অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করব। তিনি বলেন, এটা আমার দুর্ভাগ্য, আমাকে আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে। এ সময় গণভবনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
গণভবনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।
শাহ ফারুক রহমান
এডিটর,বিডিইয়র্ক, নিউইয়র্ক।