মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারের নির্বাহী আদেশে ২৯ জুলাই, বুধবারের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ এ তথ্য দেন আইনমন্ত্রী।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ১৯ জুলাই রাতে শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের বৈঠকের পর জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল আবারও জোটের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেন জোটের নেতারা।
উল্লেখ্য,ইতিমধ্যে আদালতের রায়ে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।