বাংলাদেশে সহিংসতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার। বাংলাদেশ সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে তারা শোকের এ কর্মসূচি পালন করে।
মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের নেতাকর্মীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতেই দেশে সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
পরে আলোচনায় অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে,তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গেছে একাত্তরের পরাজিত শক্তি তথা বিএনপি-জামাত। এই অশুভ শক্তি
দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় বলে উল্লেখ করেন বক্তারা। নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পূঁজি করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার পায়তারা করেছিল এই বিএনপি-জামাত। তারা অবিলম্বে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান।
শোকের এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ড. প্রদীপ রন্জন কর, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।