সোমবার, ০৫ আগস্ট, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে জানান তারা একটি জাতীয় সরকারের রূপরেখা নিয়ে কাজ করছেন এবং আগামী ২৪ ঘন্টা মধ্যে তারা জনসম্মুখে তাদের প্রস্তাবনা তুলে ধরবেন। যে প্রস্তাবনায় ছাত্র, নাগরিক সমাজ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অংশী জনের প্রতিনিধিরা থাকবেন ।
সমন্বয়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেন ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কারো চাপিয়ে দেয়া সরকারকে তারা সমর্থন করবেন না।
এ সময় তিনি আন্দোলনকে ঘিরে যাদের গণ গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবি জানান।
তাছাড়া বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোন কুচক্রী মহল যেন রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে সেই জন্য ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।